Bidyaghor Sharing Caring
ক্যাম্পাস সম্পর্কে

বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং একটি উন্মুক্ত শিক্ষা প্লাটফর্ম। যার মূল উদ্দেশ্য শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক পাঠ অর্জন এবং ক্যারিয়ার সংক্রান্ত প্রস্তুতিতে সহযোগিতা করা।

সাম্প্রতিক কোর্সসমূহ
Daily Job Study

Daily Job Study

(শিক্ষার্থী সংখ্যা - 47 জন)
কোর্সের বিস্তারিত দেখুন

বিসিএস প্রিলিসহ যে কোন চাকরির এমসিকিউ প্রস্তুতির জন্য একটি কার্যকরী উপায় হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান করা। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই প্রচলিত পদ্ধতিতে বিগত সালের প্রশ্ন সমাধান করে প্রত্যাশিত ফলাফল পায় না। এর অন্যতম ৩টি কারণ হচ্ছে -

১. প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাজানো গোছানো থাকেনা। তাই পড়লেও মনে থাকে না।
২. শিক্ষার্থীরা প্রচলিত যে পদ্ধতিতে পড়াশোনা করে সেটি ‘আনসার ফার্স্ট এপ্রোচ পদ্ধতি’ যেখানে প্রশ্নের উত্তরগুলো প্রশ্নের সাথেই থাকে। তাই শিক্ষার্থী যথেষ্ঠ ভাবার সুযোগ পায় না।
৩. শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে না। কখনো বেশি পড়ে আবার কখনো বা পড়েই না।

তাই এই ৩টি সমস্যার সমাধান করে এই প্রোগ্রামটি নিয়ে এসেছে ‘কোশ্চেন ফার্স্ট এপ্রোচ পদ্ধতি’ যেখানে প্রথমেই শিক্ষার্থীরা কোশ্চেন দেখতে পাবে ফলে ভাবার পর্যাপ্ত সুযোগ পাবে। এবং নিয়মিত একটি নির্দিষ্ট পরিমান পড়াশোনা করার সুযোগ থাকবে। একইসাথে ধারাবাহিকভাবে, টপিকস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পর্যাপ্ত তথ্যসহ স্টাডি করার সুযোগ থাকায় শিক্ষার্থীর এমসিকিউ প্রস্তুতিতে এই কোর্সটি অনেক কার্যকর ভূমিকা রাখবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন -
অন্যান্য কোর্সসমূহ

Daily Class Ten Study

(শিক্ষার্থী সংখ্যা - 10 জন)

Class Ten daily Study