বর্ণ, ধ্বনি ও ধ্বনির পরিবর্তন (02 Jan)

অংশগ্রহণ (public mode) - 311

Daily Job Study

User Menual Tips
X
বর্তমানে আপনি পাবলিক মোডে বিদ্যাভ্রমণ করছেন। পাবলিক মোডে আপনি শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আপনার পড়াশোনা ও পরীক্ষা সংক্রান্ত কোন পরিসংখ্যান সংরক্ষণ করা হবে না। এই কোর্সে যুক্ত হতে সাইন ইন করুন। যদি আপনার কোন একাউন্ট না থাকে তাহলে সাইন আপ করুন। অথবা পাবলিক মোডে পরীক্ষা চালিয়ে যান।
1. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কত?  

ক. ৭টি

খ. ১১টি

গ. ৯টি

ঘ. ৩৯টি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 7   Attend: 8  
2. বর্ণ হচ্ছে -  

ক. শব্দের ক্ষুদ্রতম অংশ

খ. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ

গ. ধ্বনি নির্দেশক প্রতীক

ঘ. ধ্বনির স্মৃতি গ্রাহ্যরূপ

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 5   Attend: 8  
3. ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?  

ক. গলনালি

খ. বাগযন্ত্র

গ. স্বরযন্ত্র

ঘ. শ্বাসনালী

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 8   Attend: 8  
4. নিচের কোনটি একটি স্বরবর্ণ?   

ক. ক

খ. ঙ

গ. এ

ঘ. চ

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 8   Attend: 8  
5. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় "ঋ" কোন বর্ণের মধ্যে রক্ষিত?   

ক. উস্মবর্ণ

খ. স্বরবর্ণ

গ. ব্যঞ্জনবর্ণ

ঘ. ঘোষবর্ণ

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 6   Attend: 8  
6. বাংলা স্বরধ্বনিতে কতটি হ্রস্ব স্বর রয়েছে?   

ক. ৫টি

খ. ৪টি

গ. ৭টি

ঘ. ৬টি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 7   Attend: 8  
7. বাংলা স্বরধ্বনিতে মোট কতটি দীর্ঘস্বর আছে?   

ক. ৭টি

খ. ৯টি

গ. ৬টি

ঘ. ৫টি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 6   Attend: 8  
8. একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?   

ক. মৌলিক স্বরধ্বনি

খ. সমধ্বনি

গ. মূলধ্বনি

ঘ. যৌগিক স্বরধ্বনি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 8   Attend: 8  
9. পূর্ণস্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে কি হয়?   

ক. স্বরধ্বনি

খ. মৌলিক স্বরধ্বনি

গ. অল্প স্বরধ্বনি

ঘ. দ্বিস্বরধ্বনি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 6   Attend: 8  
10. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?   

ক. ২৪টি

খ. ২৫টি

গ. ২৭টি

ঘ. ২৩টি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 5   Attend: 8  
11. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণ কতটি?   

ক. ২টি

খ. ৩টি

গ. ৫টি

ঘ. ৬টি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 6   Attend: 8  
12. নিচের কোনটি দ্বিস্বরধ্বনি?   

ক. বিবি

খ. বিরি

গ. রদ

ঘ. বিয়ে

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 3   Attend: 7  
13. কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসালে উচ্চারণ অনুনাসিক হয়?   

ক. স্বরধ্বনি

খ. ব্যঞ্জনধ্বনি

গ. দ্বিস্বরধ্বনি

ঘ. হ্রস ধ্বনি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 3   Attend: 7  
14. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?   

ক. ৩৫টি

খ. ৩৭টি

গ. ৩৯টি

ঘ. ৪১টি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 7   Attend: 7  
15. ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে কি বলা হয়?   

ক. স্পর্শ ধ্বনি

খ. উষ্ম ধ্বনি

গ. জিহবামূলীয় ধ্বনি

ঘ. পরাশ্রয়ী ধ্বনি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 5   Attend: 7  
16. ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে?    বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০২১

ক. রেফ

খ. হসন্ত

গ. কার

ঘ. ফলা

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 6   Attend: 7  
17. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?    ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৬

ক. ফলা

খ. অক্ষর

গ. ধ্বনি

ঘ. কার

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 6   Attend: 7  
18. বাংলা বর্ণমালায় কয়টি "ব" আছে?    প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৬

ক. ৪টি

খ. ৩টি

গ. ৫ট

ঘ. ১টি

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 4   Attend: 7  
19. "দ্ধ" যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে?    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০১৬

ক. দ+ব

খ. দ+দ

গ. দ+ধ

ঘ. দ+ত

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 6   Attend: 7  
20. "ক্ষ" যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে?    জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পিএসসি সহকারী পরিচালক ২০১৬

ক. ক+ষ

খ. ক+খ

গ. ক+ম

ঘ. খ+ম

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 5   Attend: 7  
21. "বন্ধন" শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?    ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০১৬

ক. ব+ন+ধ+ন

খ. বন+ধন

গ. ব+ন্ধ+ন

ঘ. বান+ধন

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 2   Attend: 7  
22. অক্ষর হচ্ছে -   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সট্রাক্টর ২০১৯

ক. শব্দের অংশ

খ. পদের অংশ

গ. বাক্যের অংশ

ঘ. ধ্বনির অংশ

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 5   Attend: 7  
23. Phoneme শব্দের অর্থ নিচের কোনটি?    ১৫ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১৯

ক. শব্দমূল

খ. নাম প্রকৃতি

গ. রূপ

ঘ. ধ্বনিমূল

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 3   Attend: 7  
24. ধ্বনির পরিবর্তন কত প্রকার?    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯

ক. তিন প্রকার

খ. দুই প্রকার

গ. চার প্রকার

ঘ. পাঁচ প্রকার

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 1   Attend: 6  
25. ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত?    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিনিয়র অফিসার ২০২১

ক. শব্দের পরিবর্তনের সাথে

খ. বাক্যের পরিবর্তনের সাথে

গ. ধ্বনির পরিবর্তনের সাথে

ঘ. পদের পরিবর্তনের সাথে

নিচের সঠিক উত্তরের ঘরে টিক  দিন
           
Passed: 3   Attend: 7  
See Your Result

Daily Job Study

(শিক্ষার্থী সংখ্যা - 47 জন)
কোর্সের বিস্তারিত দেখুন

বিসিএস প্রিলিসহ যে কোন চাকরির এমসিকিউ প্রস্তুতির জন্য একটি কার্যকরী উপায় হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান করা। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই প্রচলিত পদ্ধতিতে বিগত সালের প্রশ্ন সমাধান করে প্রত্যাশিত ফলাফল পায় না। এর অন্যতম ৩টি কারণ হচ্ছে -

১. প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাজানো গোছানো থাকেনা। তাই পড়লেও মনে থাকে না।
২. শিক্ষার্থীরা প্রচলিত যে পদ্ধতিতে পড়াশোনা করে সেটি ‘আনসার ফার্স্ট এপ্রোচ পদ্ধতি’ যেখানে প্রশ্নের উত্তরগুলো প্রশ্নের সাথেই থাকে। তাই শিক্ষার্থী যথেষ্ঠ ভাবার সুযোগ পায় না।
৩. শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে না। কখনো বেশি পড়ে আবার কখনো বা পড়েই না।

তাই এই ৩টি সমস্যার সমাধান করে এই প্রোগ্রামটি নিয়ে এসেছে ‘কোশ্চেন ফার্স্ট এপ্রোচ পদ্ধতি’ যেখানে প্রথমেই শিক্ষার্থীরা কোশ্চেন দেখতে পাবে ফলে ভাবার পর্যাপ্ত সুযোগ পাবে। এবং নিয়মিত একটি নির্দিষ্ট পরিমান পড়াশোনা করার সুযোগ থাকবে। একইসাথে ধারাবাহিকভাবে, টপিকস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পর্যাপ্ত তথ্যসহ স্টাডি করার সুযোগ থাকায় শিক্ষার্থীর এমসিকিউ প্রস্তুতিতে এই কোর্সটি অনেক কার্যকর ভূমিকা রাখবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন -
যেভাবে কোর্সে যুক্ত হবেন-

★ প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে।

★ যদি আপনার কোন একাউন্ট না থাকে তাহলে সাইন আপ করতে হবে।

★ সাইন ইন করার পর আপনাকে কোর্স গ্যালারি ওপেন করতে হবে। কোর্স গ্যালারি থেকে এই কোর্সটিকে Add to Study করতে হবে।

★ Add to Study করার পর ক্যাম্পাসের স্টাডি রুম অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং স্টাডি রুমে এই কোর্সটি দেখতে পাবেন।

★ এবার স্টাডি রুম থেকে এই কোর্সের Start Studying বাটনে ক্লিক করতে হবে।