ক. ৭টি
খ. ১১টি
গ. ৯টি
ঘ. ৩৯টি
ক. শব্দের ক্ষুদ্রতম অংশ
খ. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
গ. ধ্বনি নির্দেশক প্রতীক
ঘ. ধ্বনির স্মৃতি গ্রাহ্যরূপ
ক. গলনালি
খ. বাগযন্ত্র
গ. স্বরযন্ত্র
ঘ. শ্বাসনালী
ক. ক
খ. ঙ
গ. এ
ঘ. চ
ক. উস্মবর্ণ
খ. স্বরবর্ণ
গ. ব্যঞ্জনবর্ণ
ঘ. ঘোষবর্ণ
ক. ৫টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ৬টি
ক. ৭টি
খ. ৯টি
গ. ৬টি
ঘ. ৫টি
ক. মৌলিক স্বরধ্বনি
খ. সমধ্বনি
গ. মূলধ্বনি
ঘ. যৌগিক স্বরধ্বনি
ক. স্বরধ্বনি
খ. মৌলিক স্বরধ্বনি
গ. অল্প স্বরধ্বনি
ঘ. দ্বিস্বরধ্বনি
ক. ২৪টি
খ. ২৫টি
গ. ২৭টি
ঘ. ২৩টি
ক. ২টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ৬টি
ক. বিবি
খ. বিরি
গ. রদ
ঘ. বিয়ে
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. দ্বিস্বরধ্বনি
ঘ. হ্রস ধ্বনি
ক. ৩৫টি
খ. ৩৭টি
গ. ৩৯টি
ঘ. ৪১টি
ক. স্পর্শ ধ্বনি
খ. উষ্ম ধ্বনি
গ. জিহবামূলীয় ধ্বনি
ঘ. পরাশ্রয়ী ধ্বনি
ক. রেফ
খ. হসন্ত
গ. কার
ঘ. ফলা
ক. ফলা
খ. অক্ষর
গ. ধ্বনি
ঘ. কার
ক. ৪টি
খ. ৩টি
গ. ৫ট
ঘ. ১টি
ক. দ+ব
খ. দ+দ
গ. দ+ধ
ঘ. দ+ত
ক. ক+ষ
খ. ক+খ
গ. ক+ম
ঘ. খ+ম
ক. ব+ন+ধ+ন
খ. বন+ধন
গ. ব+ন্ধ+ন
ঘ. বান+ধন
ক. শব্দের অংশ
খ. পদের অংশ
গ. বাক্যের অংশ
ঘ. ধ্বনির অংশ
ক. শব্দমূল
খ. নাম প্রকৃতি
গ. রূপ
ঘ. ধ্বনিমূল
ক. তিন প্রকার
খ. দুই প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
ক. শব্দের পরিবর্তনের সাথে
খ. বাক্যের পরিবর্তনের সাথে
গ. ধ্বনির পরিবর্তনের সাথে
ঘ. পদের পরিবর্তনের সাথে
বিসিএস প্রিলিসহ যে কোন চাকরির এমসিকিউ প্রস্তুতির জন্য একটি কার্যকরী উপায় হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান করা। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই প্রচলিত পদ্ধতিতে বিগত সালের প্রশ্ন সমাধান করে প্রত্যাশিত ফলাফল পায় না। এর অন্যতম ৩টি কারণ হচ্ছে -
১. প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাজানো গোছানো থাকেনা। তাই পড়লেও মনে থাকে না।
২. শিক্ষার্থীরা প্রচলিত যে পদ্ধতিতে পড়াশোনা করে সেটি ‘আনসার ফার্স্ট এপ্রোচ পদ্ধতি’ যেখানে প্রশ্নের উত্তরগুলো প্রশ্নের সাথেই থাকে। তাই শিক্ষার্থী যথেষ্ঠ ভাবার সুযোগ পায় না।
৩. শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে না। কখনো বেশি পড়ে আবার কখনো বা পড়েই না।
তাই এই ৩টি সমস্যার সমাধান করে এই প্রোগ্রামটি নিয়ে এসেছে ‘কোশ্চেন ফার্স্ট এপ্রোচ পদ্ধতি’ যেখানে প্রথমেই শিক্ষার্থীরা কোশ্চেন দেখতে পাবে ফলে ভাবার পর্যাপ্ত সুযোগ পাবে। এবং নিয়মিত একটি নির্দিষ্ট পরিমান পড়াশোনা করার সুযোগ থাকবে। একইসাথে ধারাবাহিকভাবে, টপিকস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পর্যাপ্ত তথ্যসহ স্টাডি করার সুযোগ থাকায় শিক্ষার্থীর এমসিকিউ প্রস্তুতিতে এই কোর্সটি অনেক কার্যকর ভূমিকা রাখবে।
★ প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে।
★ যদি আপনার কোন একাউন্ট না থাকে তাহলে সাইন আপ করতে হবে।
★ সাইন ইন করার পর আপনাকে কোর্স গ্যালারি ওপেন করতে হবে। কোর্স গ্যালারি থেকে এই কোর্সটিকে Add to Study করতে হবে।
★ Add to Study করার পর ক্যাম্পাসের স্টাডি রুম অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং স্টাডি রুমে এই কোর্সটি দেখতে পাবেন।
★ এবার স্টাডি রুম থেকে এই কোর্সের Start Studying বাটনে ক্লিক করতে হবে।