ক. ব্যারোমিটার
খ. সেক্সট্যান্ট
গ. সিসমোগ্রাফ
ঘ. মনোমিটার
ক. স্ফিগমোম্যানোমিটার
খ. স্টেথোসস্কোপ
গ. কার্ডিওগ্রাফ
ঘ. ইকোকার্ডিওগ্রাফ
ক. ক্রনোমিটার
খ. কম্পাস
গ. সিসমোগ্রাফ
ঘ. সেক্সট্যান্ট
ক. অলটিমিটার
খ. ক্যালরিমিটার
গ. অ্যামিটার
ঘ. ইনকিউবিটর
ক. ম্যানোমিটার
খ. গ্র্যাভিমিটার
গ. পাইরোমিটার
ঘ. ল্যাক্টোমিটার
ক. ভালো আবহাওয়া
খ. আসন্ন ঝড়ের
গ. বৃষ্টির সম্ভাবনা
ঘ. তাৎপর্যহীন
ক. ওডোমিটার
খ. গ্রাভিমিটার
গ. ম্যানোমিটার
ঘ. ক্রনোমিটার
ক. টেনোমিটার
খ. এভোমিটার
গ. ওহমমিটার
ঘ. ব্যারোমিটার
ক. গাইগার মোলার কাউন্টার
খ. ম্যানোমিটার
গ. ক্রনোমিটার
ঘ. ওডোমিটার
ক. অ্যামিটার
খ. ভোল্টমিটার
গ. অণুবীক্ষণ যন্ত্র
ঘ. তড়িৎবীক্ষণ যন্ত্র
ক. থার্মোমিটার
খ. ফ্যাদোমিটার
গ. স্ফিগমোম্যানোমিটার
ঘ. রিখটার স্কেল
ক. তাপ পরিমাপক যন্ত্র
খ. উষ্ণতা পরিমাপক যন্ত্র
গ. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র
ক. হাইড্রোমিটার
খ. মাইক্রোমিটার
গ. হাইপ্রোমিটার
ঘ. ম্যানোমিটার
ক. ক্রনোমিটার
খ. টেকোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. ওডোমিটার
ক. ওডোমিটার
খ. ক্রনোমিটার
গ. টেকোমিটার
ঘ. ক্রেস্কোগ্রাফ
ক. মাইকোমিটার
খ. হাইগ্রোমিটার
গ. ব্যারোমিটার
ঘ. প্রাভিমিটার
ক. অডিওমিটার
খ. অ্যামিটার
গ. অডিও ফোন
ঘ. অল্টিমিটার
ক. Barometer
খ. Lactometer
গ. Phonograph
ঘ. Odometer
ক. ব্যারোমিটার
খ. সিসমোগ্রাফ
গ. ম্যানোমিটার
ঘ. গ্যাসকোমিটার
ক. Absolute pressure
খ. Velocity of fluid
গ. Flow
ঘ. Rotation
ক. কম্পাস
খ. স্টেথোস্কোপ
গ. গ্যালভানোমিটার
ঘ. কার্ডিওগ্রাফ
ক. অ্যাম্পিয়ার মিটার
খ. গ্যালভানোমিটার
গ. অ্যামিটার
ঘ. ভোল্টামিটার
ক. ফ্যাদোমিটার
খ. সিসমোগ্রাফ
গ. ওডোমিটার
ঘ. জাইরোকম্পাস
ক. থার্মোমিটার
খ. ফ্যাদোমিটার
গ. পাইরোমিটার
ঘ. অ্যামিটার
ক. হাইগ্রোমিটার
খ. স্ফিগমোম্যানোমিটার
গ. টেকোমিটার
ঘ. গ্রাভিটিমিটার
বিসিএস প্রিলিসহ যে কোন চাকরির এমসিকিউ প্রস্তুতির জন্য একটি কার্যকরী উপায় হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান করা। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই প্রচলিত পদ্ধতিতে বিগত সালের প্রশ্ন সমাধান করে প্রত্যাশিত ফলাফল পায় না। এর অন্যতম ৩টি কারণ হচ্ছে -
১. প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাজানো গোছানো থাকেনা। তাই পড়লেও মনে থাকে না।
২. শিক্ষার্থীরা প্রচলিত যে পদ্ধতিতে পড়াশোনা করে সেটি ‘আনসার ফার্স্ট এপ্রোচ পদ্ধতি’ যেখানে প্রশ্নের উত্তরগুলো প্রশ্নের সাথেই থাকে। তাই শিক্ষার্থী যথেষ্ঠ ভাবার সুযোগ পায় না।
৩. শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে না। কখনো বেশি পড়ে আবার কখনো বা পড়েই না।
তাই এই ৩টি সমস্যার সমাধান করে এই প্রোগ্রামটি নিয়ে এসেছে ‘কোশ্চেন ফার্স্ট এপ্রোচ পদ্ধতি’ যেখানে প্রথমেই শিক্ষার্থীরা কোশ্চেন দেখতে পাবে ফলে ভাবার পর্যাপ্ত সুযোগ পাবে। এবং নিয়মিত একটি নির্দিষ্ট পরিমান পড়াশোনা করার সুযোগ থাকবে। একইসাথে ধারাবাহিকভাবে, টপিকস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পর্যাপ্ত তথ্যসহ স্টাডি করার সুযোগ থাকায় শিক্ষার্থীর এমসিকিউ প্রস্তুতিতে এই কোর্সটি অনেক কার্যকর ভূমিকা রাখবে।
★ প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে।
★ যদি আপনার কোন একাউন্ট না থাকে তাহলে সাইন আপ করতে হবে।
★ সাইন ইন করার পর আপনাকে কোর্স গ্যালারি ওপেন করতে হবে। কোর্স গ্যালারি থেকে এই কোর্সটিকে Add to Study করতে হবে।
★ Add to Study করার পর ক্যাম্পাসের স্টাডি রুম অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং স্টাডি রুমে এই কোর্সটি দেখতে পাবেন।
★ এবার স্টাডি রুম থেকে এই কোর্সের Start Studying বাটনে ক্লিক করতে হবে।